একটি মালবাহী গাড়ি ভাড়া করার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার জানা প্রয়োজন!

 



সরাসরি কল করুন 01771536999

হ্যালো ভিজিটর, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রফেশনাল ভাবে একটি গাড়ি ভাড়া করবেন।

বর্তমান যুগে যানবাহন আমাদের  জন্য যতটা গুরুত্বপূর্ণ। পণ্য সরবরাহকারী বাহনগুলো আমাদের ততটাই প্রয়োজন।
কারণ আমাদের ব্যক্তিগত প্রাইভেট কার বা বাসে করে আমরা খুবই সীমিত পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারি,

কিন্তু আমাদের বাসা বাড়ি কিংবা অফিস অদল বদল করার জন্য আমাদের প্রয়োজন হয় ভারী যানবাহন। কিন্তু আমরা অনেকেই জানি না সেটা কোথায় এবং কিভাবে ভাড়া করবো। আমাদের এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে আপনিও একজন দক্ষ গ্রাহকের মত ভারী যানবাহন ভাড়া করতে পারবেন।

গাড়ি কোথায় পাবেন?
একটি মালবাহী ট্রাক বা পিক-আপ ভাড়া করার জন্য আপনার প্রয়োজন এমন একটি ট্রাক স্টান্ড যেখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক গাড়িটি সঠিক দামে ভাড়া নিতে পারবেন।

আপনি আপনার জেলা অথবা থানার কাছে যে ট্রাক-পিকআপ স্টান্ড টি আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন।
অথবা আমাদের ওয়েব সার্ভিস TruckBD71 এর মাধ্যমেও সারাদেশে পিকআপ ও ট্রাক ভাড়া করতে পারবেন।

গন্তব্য স্থল
ধরুন আপনি ঢাকা তেজগাঁও স্ট্যান্ড থেকে রংপুর যাচ্ছেন, সুতরাং এ ব্যাপারে ঢাকা থেকে রংপুর ভাড়া কত হতে পারে এর একটা ধারণা আপনি আগেই কারো কাছ থেকে নিয়ে নিবেন।
যার কারণে ট্রাক মালিক আপনার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না অথবা আপনি একই স্টান্ডে একই ধরনের গাড়ি কয়েক মালিকের কাছে ভাড়াটা জেনে নিবেন। যে ভাড়াটি সবচাইতে কম এবং ভাল মনে হবে সেটা আপনি ভাড়া নিতে পারেন।

বহন ক্ষমতা
আপনি যে গাড়িটি ভাড়া নিতে চাচ্ছেন আপনি ভালো করে দেখে নিবেন যে আপনার যে আসবাবপত্র বা পণ্য রয়েছে গাড়িটি সেই লোড নিতে পারবে কিনা প্রয়োজনে একটু বড় গাড়ি ভাড়া নিন এতে আপনার পণ্যগুলো স্বাভাবিক ও যত্নসহকারে থাকবে ফলে আপনার পণ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা খুবই কম।

ভালো ড্রাইভার
গাড়ি ভাড়া করার পূর্বে আপনি অবশ্যই দেখে নিবেন যে আপনি যে গাড়িটি ভাড়া নিচ্ছেন তার ড্রাইভার যেন পাকাপোক্ত হয়। আপনি কিভাবে বুঝবেন ড্রাইভার পাকাপোক্ত কিনা?
প্রয়োজনে আপনি ড্রাইভার এর লাইসেন্স এর বয়স দেখে নিতে পারেন।
কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

লেবার বা লোডার
আপনি গাড়ির মালিকের সাথে কথা বলে নিবেন যে আপনার যে পণ্য গুলো রয়েছে তা গাড়িটিতে উঠানোর লোক কে দিবে? গাড়ির মালিক না আপনি? যদি আপনি লেবার ভাড়া করতে চান তাহলে অবশ্যই জেনে রাখবেন যে, মাসের 10 তারিখ এর পর থেকে 20 তারিখ এর মধ্যে লেবার ভাড়া অন্য অন্য দিনের চাইতে অনেক কম থাকে।
এবং 21 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ পর্যন্ত লেবার ভাড়া বেশি।
তাই ভাড়া সামান্য কিছুটা বেশি হলেও ভালো লেবার সংগ্রহ করার চেষ্টা করবেন যাতে আপনার পণ্যটি সাবধানতার সাথে উঠানো এবং নামানোর কাজটা করতে পারে।

TruckBD71


উপরের এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই একটি গাড়ি ভাড়া করতে পারবেন ইনশাআল্লাহ।

প্রয়োজনীয় তথ্যের জন্য আমাদের যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়।

Contact at us,


  • Hotline: 01771536999

  • If Complain: 01571246674

  • Website: www.truckbd71.com

  • Mail: truckbd71@gmail.com

  • Facebook: facebook/truckbd71

  • Youtube: youtube/truckbd71


Meet at us, 

  • Tejgoan industrial area, Station Road, Nakahlpara, Dhaka, Bangladesh.



Tags

দেশের প্রথম ডিজিটাল বাসা বদল সার্ভিসে আপনাকে স্বাগতম।

আমরা দিচ্ছি সাশ্রয়ী মূল্যে বাসা/অফিস বদল সার্ভিস সমগ্র বাংলাদেশে

Do you have any doubts? chat with us on WhatsApp
Hello, How can I help you? ...
Click me to start the chat...